রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
চুলকাঠি অফিস
বাগেরহাটে খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার জুম্মা বাদ খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন এর উদ্যোগে খানপুর ইউনিয়নের চুলকাটি কেন্দ্রীয় জামে মসজিদ, পোলেরহাট জামে মসজিদ, উত্তরখান পুর জামে মসজিদ, দক্ষিণ খানপুর জামে মসজিদ ও বেশ কয়েকটি জামে মসজিদে জুম্মাবার মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, ইউপি সচিব জাহাঙ্গীর আকন,চুলকাটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল সেখ দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মুফতি ফেরদাউস আলম। সবাই মহান আল্লাহ তায়ালার দরবারে জেলা পরিষদ চেয়ারম্যান এসে কামরুজ্জামান টুকুর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
Leave a Reply