রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-০৬, খুলনা। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার মাদারতলী এলাকার সপ্তপল্লী সার্বজনিন রক্ষাকালী দূর্গামন্দিরের দক্ষিন পাশে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ২‘শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।আটককৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামের মোঃ ইসাহাক ফকিরের ছেলে আঃ রহিম ফকির(৩১) এবং মাদারতলী গ্রামের মোঃ জাবেদ ফকিরের ছেলে আঃ আলীম(৩৫)। আটেককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply