বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে আগামি ইউপি নির্বাচনে সাবেক ছাত্রনেতা মো:মিজানুর রহমান চশমা প্রতীকে ভোট চেয়ে ডেউয়াতলাবাজার,বাইনতলা,একরামখালী,পাজাখোলা বটতলাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন। গতকাল রবিবার মিজা নুর রহমান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তার সমর্থকদের নিয়ে এই গনসংযোগ করেন।সকাল ১০টায় ডেউয়াতলা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মাসুম এর সঞ্চালনায় উক্ত সভায় এলাকায় ঘের বেড়ী দখল,অপহরন,দর্শন,নারী নির্যাতন,জবর দখলসহ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার দুর্নিতী ও অত্যাচারের ফিরিস্তি তুলে ধরে বক্তৃতা করেন, চশমা প্রতীকের সতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্বা বাবু রমেন্দ্র নাথ রায়,আওয়ামীলীগনেতা ফয়জদ্দি বিশ্বাস,রমেন্দ্র নাথ মন্ডল,বিজয় কৃষ্ণ মিস্ত্রি যুবলীগনেতা হাছিবুর রহমান শান্ত,আবিদ হাসান মধু,প্রিন্স হাওলাদার শ্রমিকলীগনেতা মাসুদ রানা,জাহাঙ্গীর হাওলাদার সেচ্ছাসেবকলীগ নেতা বাবু ভুষন হালদার,কামাল হোসেন তালুকদার তাতীলীগনেতা আনোয়ার শেখ ছাত্রলীগনেতা রাজিব হোসেন,হাসিবুর রহমান পলাশ,বেল্লাল হাওলাদার প্রমুখ। বেলা ৩টায় বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে বক্তৃতা করেন, আওয়ামীলীগনেতা মো: সেলিম রেজা,প্রশান্ত মজুমদার ও আশিষ কুমার বিশ্বাষ প্রমুখ।বক্তারা বলেন বাদশা চেয়ারম্যান এর দুর্নিতী ও অত্যাচারে এলাকার মানুষ এখন দিশেহারা,যাতে আগামি নির্বাচনে এই রাজাকার পরিবারের সদস্য পুনরায় ভোট না দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান।উঠান বৈঠকে বক্তারা বলেন,প্রার্থী মিজানের দক্ষতা,শিক্ষা,রানৈতিক ক্যারিয়ার তুলে ধরে ভোটারদের কাছে দোয়া চান এবং নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক,সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়ার অঙ্গিকার কওে আরো বলেন,আমরা দেখেছি এই বাদশা এলাকার গরীব মানুষের জমিজমা দখল করে কয়েক ১৫/২০টি মৎস্য ঘের করেন।তার অত্যাচারে ত্যাগি আওয়ামীলীগ কর্মী এবং অনেক হিন্দু পরিবারসহ সাধারন মানুষ এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।আবার অনেককে মামলা দিয়ে হয়রানী করে এলাকা ছাড়া করেছেন।পাশাপাশি নারী নির্যাতনের মত জগন্য কর্মকান্ডেও তিনি পারদশী।তার রয়েছে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী এই বাহিনী এলাকায় ঘের বেরী দখল,অপহরন,দর্শন,নারী নির্যাতন,জবর দখলসহ এহেন কোনো কাজ নেই তারা করেন না।
Leave a Reply