রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
কচুয়ায় মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প -২০২১” গতকাল মীর সাবের আলী ফাউন্ডেশন টেংরাখালী কচুয়ার উদ্যোগে দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্টেলিয়া সরকারের সহযোগিতায় “দৃস্টিদান চক্ষু হাসপাতাল বাগেরহাটের” বাস্তবায়নে টেংরাখালী হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। মীর সাবের আলী ফাউন্ডেশন টেংরাখালী কচুয়ার প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাডঃ মীর শওকাত আলী বাদশার সভপতিত্বে অনুষ্ঠিত “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনার বাগেরহাট জেলা প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাখি, মোঃ মহিদুল ইসলাম ও দৃস্টিদান চক্ষু হাসপাতাল বাগেরহাটের ডাক্তার, নার্স ও কর্মকতার্বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাধারন রোগীদের ঔসধ দিয়ে দেওয়া হয়, এবং চোঁখে ছানি পড়া রোগীদের বাগেরহাট দৃস্টিদান চক্ষু হাসপাতালে নিয়ে ফ্রি অপারেশন সহ ঔসধ দেওয়া হবে বলে হাসপাতালের গাড়ীতে করে তাদের নিয়ে যাওয়া হয়।
Leave a Reply