রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বেতাগা ইউনিয়নে মো: ইউনুস আলী শেখ, ৩নং পিলজংগ ইউনিয়নে মোড়ল জাহিদুল ইসলাম, ৪নং ফকিরহাট সদর ইউনিয়নে শিরিনা আক্তার ও ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে, সরদার আমিনুর রশিদ মুক্তি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, বেতাগা ও পিলজংগ ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং ফকিরহাট সদর ইউনিয়ন ও নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষ দিনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপরোক্ত ৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। নির্বাচিতরা সকলেই আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫ চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারের মধ্যে ১জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ও ৬ জন সাধারন সদস্য প্রার্থী রয়েছেন। এছাড়াও ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসেন (৭.৮.৯) থেকে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হওয়ায় শিউলী বেগম-কে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়েছে(পিকেএ)।
Leave a Reply