রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক খালে, যান চলাচল ব্যহত

বাগেরহাটে ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক খালে, যান চলাচল ব্যহত

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে বেইলি ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খালের মধ্যে পড়ার ঘটনা ঘটেছে।সোমবার (২২ মার্চ) ভোরে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মরা চিত্রানদীর উপরে নির্মিত বেইলি ব্রীজ ভেঙ্গে এই দূর্ঘটনা ঘটে।এতে ওই ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ পৌছালেও এখন পযন্ত উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভোর চারটার সময় একটি বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। উঠে এসে দেখি ব্রীজ ভেঙ্গে একটি ট্রাক খালের মধ্যে পড়ে গেছে।ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।ওই এলাকা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।পরে আমরা পুলিশকে খবর দিয়েছি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী গোলাম কবির বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাচ্ছিল ট্রাকটি। ভুলক্রমে বড়ঘাট রেখে ঘোষগাতি যাওয়ার পথে মরা চিত্রা নদীর উপরে নির্মিত বেইলি ব্রীজে উঠলে অতিরিক্ত ওজনের ফলে ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়।পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে দশটি বেইলি ব্রীজ রয়েছে। অধিকাংশ ব্রীজগুলো ঝুকিপূর্ণ। দূর্ঘটনা এড়াতে ওই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু চালক অতিরিক্ত পন্য বোঝাই করে ওই সড়ক দিয়ে চলাচল করেন। ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি।যতদ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।ঝুকিপূর্ণ বেইলি ব্রীজগুলো অপসারণ করে কনক্রিট বা আরসিসি ব্রিজ তৈরির প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers