শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
“সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৩ইং” শেষ দিনেও কোন মনোনয়ন পত্র জমা পড়েনি আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা রামপালে তার চোরসহ আটক -২ বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বাগেরহাটের খানজাহান আলী মাজার দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার রামপালে যুবলীগের কর্মী সভা স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক বাগেরহাটে শীতের শুরুতেই আশা’র কম্বল বিতরণ
বাগেরহাটে গুলি বিনিময় ও হামলার ঘটনায় মামলা দায়ের বন্দুক জদ্ব: মকবুল ও মিন্টু গংয়ের দৃষ্টানত মুলক শাস্তি দাবী

বাগেরহাটে গুলি বিনিময় ও হামলার ঘটনায় মামলা দায়ের বন্দুক জদ্ব: মকবুল ও মিন্টু গংয়ের দৃষ্টানত মুলক শাস্তি দাবী

বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মৃত সিদ্দিক তরফদারের ছেলে মোঃ রাজিব তরফদার বাদি হয়ে হত্যার উদ্দেশে দাংগা করিয়া গুলিবর্ষনসহ গুরুত্বর জখম ,ভাংচুর ও হুমকির অভিযোগে ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুলের (৬২) ছেলে মহিবুল হাসান মিন্টুকে প্রধান আসামী ও তরফদার মকবুল হোসেনকে ২নং আসামীসহ ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২০/২৫ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়,নির্বাচনী আলাপ আলোচনা চলা কালে গত ১৮ মার্চ পূর্ব পরিকল্পনা মোতাবেক ডেমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আমার ভাই সজীব তরফদার ও তার সমর্থকদের হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী গুলিবর্ষন,দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। আসামীদের হামলা ও গুলিবর্ষনে আমার চাচা রিপন তরফদার গুরুত্বর জখম হয়।আসামী মকবুল তরফদারের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আসামীরা আমার মা ছকিনা বেগসের বাম কানের নিচে ,বুকের পাজরেসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে,আমারে ভাগ্নি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়।এ সময় তাদের সাথে থাকা একাধিক মানুষ গুলিবিদ্ধ হয়।এ সময় আসামী গন আমার ভাইয়ের মোটর সাইকেল ও দোকানের সামনে থাকা চেয়ার ভা্ংচুর করেন।পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার মাসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয় পরে আমার মা ও চাচার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেলে রেফার্ড করে।এ দিকে হামলার পর থেকে তরফদার মকবুল হোসেনের লোকজন বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে । আমরা বাড়িতে না থাকার এই সুযোগে আমার ভাই সজীব তরফদারের মৎস্য ঘের থেকে মাছ ধরে নিয়েছে বলে মামলার বাদি মোঃ রাজিব তরফদার অভিযোগ করেছেন।তিনি বলেন এই মকবুল তরফদারের বিরুদ্ধে এলাকার একাধিক খুনের ঘটনায় সম্পৃক্ত ছিল্।খুন করার অপরাধে একাধিক মামলার আসামী তিনি।স্থানীয় ইউপি সদস্য সজিব তরফদার বলেন,মকবুল তরফদার একজন পেশাদার খুনি,আমার মাকে চিকিৎসার জন্য ব্যস্ত থাকার সুযোগে এই মিন্টু বাহিনী বহিরাগত লোকজন নিয়ে আমার ঘেরের মাছ লুট করেছে।খুনি মকবুল এর বিরুদ্বে ডেমা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আকতার আলী তরফদারকে প্রকাশ্যে দিবালোকে হত্যার অভিযোগ রয়েছে,এছাড়া আনোয়ার তরফদারকে টুকরো টুকরো করে হত্যা করে।আমি এই কালো টাকার মালিক রাজাকার মকবুল ও তার সন্ত্রাসী পুত্র মিন্টুর ফাসি চাই।ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মল্লিক আব্দুল আজিজ বলেন,একজন রাজাকার স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাবস্থায় কালো টাকার প্রভাবে একের পর এক খুন খারাপী করবে এটা মেনে নেওয়া যায়না।আমি এই রাজাকার মকবুল হোসেন এর দৃষ্টান্ত মুলক ফাসি চাই।তবে মকবুল তরফদারের পরিবার এর পক্ষ থেকে (মকবুল হোসেন) এর রাজাকারের বিষয়টি সঠিক নয় দাবী করে বলেন,আমাদের ওদের তুলনায় অনেক সম্পত্তি রয়েছে,এজন্য লোকজন আমাদের শক্র সেদিন উভয় পক্ষ গুলি বিনিময় হয়েছে।সেকারনে আমাদের ৪জনকে পুলিশ আটক করে জেলে পাঠিয়েছে।বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন,এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি। একটি বন্দুক জব্দ করা হয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবনস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers