রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
কাটাখালী প্রতিনিধি
বাগেরহাটে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানার আয়োজনে ২য় ধাপে কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন গাড়ীর চালক ও যাত্রীদের মাস্ক বিতরন করা হয়। সোমবার (২২শে মার্চ) সকাল ১০ টায় জেলার কাটাখালী বাস স্ট্যান্ড এলাকায় “মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য-কে বিষয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ। এসময় কাটাখালি ট্রাফিক মোড়ে,বাস কাউন্টার এর সামনে কাটাখালি হাইওয়ে পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাত্রীদেরকে চলার জন্য নির্দেশনাবলী দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাটাখালি হাইওয়ে থানার এস আই জয়ন্ত ,এ এস আই দেলোয়ার,এ,এস আই ইউসুফ মিয়া সহ কাটাখালী হাইওয়ে পুলিশের অন্যান্য পুলিশ সদস্যরা ও জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ সাংবাদিক ব্যক্তিবর্গ।
Leave a Reply