রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
শেখ আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক-
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জন্মজয়ন্তী উপলক্ষে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে আজ থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায় থাই – বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জন্মজয়ন্তীতে ৫হাজার দুস্থ, অসহায়,কর্মহীন পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় পাতেয়ার ব্রিজ এলাকায় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড পাতায় চনবুরি স্থানীয় সংসদ সদস্য, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিয়া দীপ্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বাগেরহাটের কৃতি সন্তান শিল্পপতি লিটন শিকদার।
উক্ত সভার সভাপতিত্ব করেন থাই- বাংলাদেশী কমিউনিটির বর্তমান সভাপতি জনাব আব্দুল আলিম মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান,সহ-সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান ও প্রচার সম্পাদক নূরুন নবী (জয়)।সহ অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও পাতায়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
শিল্পপতি লিটন শিকদার একান্ত সাক্ষাৎকারে বলেন তিনি বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় পক্ষ থেকে পাতায় বসবাসরত বাংলাদেশীদের শুভেচ্ছা জানান ও মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত নিরলস প্রচেষ্টায় দ্রুত বাগেরহাটে উন্নয়নের রোল মডেল বাস্তবায়ন হচ্ছে তার চিত্র তুলে ধরেন এবং তিনি পাতায়া বাসীর কাছে মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান । আরো বলেন আজ প্রথম দিন পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, পর্যায়ক্রমে এক মাসের মধ্যে আরও সাড়ে চার হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। অথবা ইতিমধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৩মার্চ বাংলাদেশ সময় রাত দশটায় পাতায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Leave a Reply