রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
খুলনা প্রকৌশলী প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মাতার ইন্তেকাল ফকিরহাটে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার “বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ ” ৩৪ দিনে ৪৮০ বাহন ও ১১৯ স্থাপনায় অগ্নি সংযোগ-ভাংচুর বাগেরহাটে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৩০ প্রার্থী রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস বিএনপির ১০ নেতা গ্রেফতার  রামপালে সংসদ সদস্য পদে মন্ত্রী হাবিবুন নাহারসহ ২ জনের মনোনয়ন পত্র জমা ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এম ভি আরভিকা মোংলা বন্দরে বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সুস্থতায় চুলকাঠি টুয়েন্টি ফোর এর দোয়া কামনা

সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সুস্থতায় চুলকাঠি টুয়েন্টি ফোর এর দোয়া কামনা

সোবহান হোসাইন, (চুলকাঠি টুয়েন্টি ফোর)

একাত্তর টেলিভিশন বাগেরহাটের স্টাফ রি‌পোর্টার ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী‌কে নানা উপসর্গ নিয়ে অসুস্থ থাকায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগিতায় শিকদার গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয় তাকে।

এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোচ্ছা‌বিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহাসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সঙ্গে তার মা, ছোট ভাই ও বোন জামাই ঢাকায় গেছেন। উন্নত চিকিৎসার জন্য বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। বিষ্ণু প্রসাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় সংসদ সদস্য শেখ তন্ময়কে ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক মীর জায়েসী আসরাফি জেমস বলেন, আমাদের সহকর্মী বিষ্ণু প্রসাদ দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। বাগেরহাট সদর হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ হননি।

আজ সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বিষ্ণু প্রসাদকে ঢাকায় নেওয়া হল। এ জন্য আমরা সংসদ সদস্য শেখ তন্ময়কে ধন্যবাদ জানাই। আশাকরি বিষ্ণু প্রসাদ খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, দুই তিন দিন আগে আমাদের সংসদ সদস্য শেখ তন্ময় জানতে পারেন সাংবাদিক বিষ্ণু প্রসাদ অসুস্থ। তারপর তিনি তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। জনতার এমপি শেখ তন্ময় সব সময় বাগেরহাটের মানুষের প্রতি খেয়াল রাখেন তা আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেন তিনি। পারিবারিকভাবে জানা যায়, গত ৭ ফেব্রুয়া‌রি ক‌রোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থে‌কে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যথা, শরীরে দুর্বলতা, সার্বক্ষণিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন সাংবা‌দিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী।তিনি বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা নিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে এখনো নির্দিষ্ট কোনো রোগ শনাক্ত হয়নি।

চুলকাঠি টুয়েন্টি ফোর চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার  সকল কর্মকর্তা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোবহান হোসাইন,সম্পাদক আল-ফাহাদ, নির্বাহী সম্পাদক শেখ আনিছুর রহমান, বার্তা সম্পাদক পি কে অলোক,মোল্লা আব্দুর রব বাগেরহাট ব্যুরো অফিস এবং  কর্মরত সাংবাদিকবৃন্দ তাহার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers