বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
শেখ আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঘোষনার পর থেকে হাটে মাঠে ঘাঠে চায়ের দোকানে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি দলীয় প্রার্থী চুড়ান্ত করার পর প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। দলীয় প্রার্থী হিসেবে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর যারা নৌকার টিকিট পেয়েছেন তাঁরা হলেন, ১নং কাড়াপাড়া ইউনিয়নে শেখ মহিতুর রহমান পল্টন, ২নং বেমরতা ইউনিয়নে মনোয়ার হোসেন টগর, ৩নং বিষ্ণুপুর ইউনিয়নে এমডি মাসুদ রানা, ৫নং বারইপাড়া ইউনিয়নে আলহাজ্ব হায়দার আলী মোড়ল, ৮নং খানপুর ইউনিয়নে ফকির ফহম উদ্দিন, ৯নং রাখালগাছি ইউনিয়নে শেখ আবু শামীম আছনু ও ১০নং ডেমা ইউনিয়নে মোঃ মনি মল্লিক। এছাড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত হাত পাখা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নামও ঘোষনা করা হয়েছে। নাম ঘোষনার পর হতে স্বঃ স্বঃ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা আগে ভাগেই মাঠে নেমে পড়েছেন অদাজল খেয়ে। তা ছাড়া অনেক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মোট কথায় সমগ্র উপজেলায় নিবার্চনী আমেজ শুরু হয়েছে।
Leave a Reply