রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।সোমবার (১৫ মার্চ)বিকেলে সংগঠনটির বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাব এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. দেবদাস রানা।এসময় সাধারণ সম্পাদক এ্যাড. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান রাজা,পরিবেশ বিষয়ক সম্পাদক অভিজিৎ নাগ চৌধুরী প্রজন্ম লীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল,এ্যাড. দেলোয়ার হোসেন,রাশেদুজ্জামান,সবুজ চন্দ্র রায়,মো:মিলন হোসেন,মো: হাসিবুর রহমান,বাসুদেব মন্ডল,তালুকদার মিরাজ হোসেনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে সংগঠনটির বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. দেবদাস রানা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অন্যান্য অংগসংগঠনের মত আমরাও পালন করেছি।সব সময় দলে সাথে ছিলাম,এখনও আছি। নানারকম প্রতিকূলতার মধ্যেও আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা পালন করেছি।আমরা মুজিব আদর্শের সৈনিক। আমাদের প্রতিটি নেতাকর্মী মুজিব আদর্শকে লালন করেন।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মেলনের নির্দেষ দেওয়ার দাবি জানান এ্যাড. দেবদাস রানা।
Leave a Reply