রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
অনলাইন শপিং প্রতারণা এড়াতে করণীয যে কোন ধরনের প্রতারণা রােধে বাংলাদেশ পুলিশ সদা সক্রিয় । এ লক্ষ্যে , সন্দেহভাজন প্রতারকদের চিহ্নিত করতে এবং সংগঠিত প্রতারণার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের বিভিন্ন ইউনিট । প্রতিনিয়ত , আইনের আওতায় আনা হচ্ছে এ ধরণের প্রতারকদের । তবে , শুধুমাত্র আইন প্রয়ােগ করে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা খুব সহজ নয় । এক্ষেত্রে , সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । তাই , আসুন এ ধরণের প্রতারণা এড়াতে কিছু সাধারণ পরামর্শ মেনে চলি । ফেইসবুকে অসংখ্য অনলাইন শপিং পেইজ রয়েছে , যেগুলাে নানা রকমের চটকদার বিজ্ঞাপন দিয়ে লােকজনকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে । এর মধ্যে কিছু পেইজ পাওয়া যায় যেগুলাে কখনাে কখনাে এক ধরণের প্রােডাক্ট দেখিয়ে অন্য ধরনের প্রােডাক্ট বা নিম্নমানের প্রােডাক্ট ডেলিভারি দিয়ে থাকে । আবার , কিছু কিছু পেইজ পাওয়া যায় যেগুলাে প্রােডাক্ট অর্ডারের জন্য অগ্রীম মূল্য পরিশােধ করার পরও কোন প্রােডাক্টই ডেলিভারি দেয় না । এক্ষেত্রে , আপনি যদি তাদের চ্যালেঞ্জ করেন তারা আপনার নম্বর বা একাউন্টটি ব্লক করে দিবে । এ ধরনের পেইজগুলাে সাধারনত চালু হবার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের নিকট হতে বিভিন্ন পরিমানের টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডিএকটিভেট করে দেয় । পরামর্শ ও সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্য কোন অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন । এক্ষেত্রে তাদের কাস্টমার রিভিউগুলাে ভালভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন । বিঃ দ্রঃ প্রতারণার শিকার হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট থানাকে অবগত করুন । নিজে সচেতন হই । অন্যকে সচেতন করি নিরাপদ জীবন গড়ি।
Leave a Reply