বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন
লখপুর প্রতিনিধি
সমাজের মানুষ যখন নিজেকে নিয়ে ব্যাস্ত থাকে, তখন সমাজের কিছু কৃর্তি গুনিজন সমাজ ও দেশ গড়ার কাজে ব্যাস্ত। কেউবা খেয়ে খুশি আবার কেউবা খাওয়াইয়ে খুশি,কেউবা করে খুশি কেউবা করাইয়া খুশি। এমন একজন গুনিব্যাক্তির আল্লাহর অশেষ কৃপায় বাগেরহাটের ফকিরহাটে লখপুর ইউনিয়নে জন্ম গ্রহন করে এস এম আমজাদ হোসেন যার অক্লান্ত পরিশ্রম ও মেধার কারনে দেশে সুনাম বয়ে আনতে সক্ষম হয়েছে। যিনি তৈরী করেছে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান এবং মানুষে আলোকিত করার জন্য তৈরী করছে শিক্ষা প্রতিষ্ঠান। লখপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের সহযোগিতার সাথে সাথে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টান কে ডিজিটাল করার জন্য, ব্যাক্তি গত আর্থিক সহযোগিতা দিয়ে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অগ্রনি ভূমিকা পালন করে আসছে,লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল এর নিজস্ব অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা খরচে নির্মিত হচ্ছে দৃষ্টি নন্দন ভবন যা দেখলে মনে হয় এটা কোন বিশ্ব বিদ্যালয়। এমন গুনি ব্যাক্তি পেয়ে লখপুর ইউনিয়নের মানুষ ধন্য।
আবার আসিবো ফিরে এই লখপুরের উন্নয়নের চিত্র নিয়ে।
Leave a Reply