মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ব্র্যাক কোভিড-১৯ কর্মসূচীর আয়োজনে মিঠাখালী ইউনিয়নের খোনকারের বেড় গ্রামে ২৩ ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ মঙ্গলবার সকাল ১০টায় প্রথম করোনার নমুনা সংগ্রহ করা হয়।ব্র্যাক কোভিড -১৯ কর্মসূচীর আয়োজনে করোনা মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক জোরদারকরণ প্রকল্প বাংলাদেশে ৬ টি জেলার মোট ৫১ উপজেলায় চলমান।বাগেরহাট জেলার ব্র্যাক কোভিড -১৯ কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক মহিতোষ রায়ের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী মোংলা উপজেলা ব্র্যাক কোভিড -১৯ কর্মসূচীর এরিয়া ব্যাবস্থাপক জালাল আহম্মেদ পরিচালনায় চলছে মোংলা উপজেলার কর্মসূচী। এই কর্মসূচী বাগেরহাট জেলার ৯টা উপজেলায় চলমান।উক্ত প্রকল্পটি করোনা মোকাবেলা সহ উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যবলী আরো বেশি বেগবান করার লক্ষ্যে কাজ করছে।প্রতিটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মীরা বিনামূল্যে দিচ্ছেন গর্ভবতী মায়েদের পরিচর্যা সেবা, শিশুদের দিচ্ছেন পুষ্টি সেবা।এছাড়া মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। তারা খানা জরীপের মাধ্যমে গর্ভবতী মায়েদের পরিচর্যা সেবা ও শিশুদের দিচ্ছেন পুষ্টি সেবা।কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষিত ধাত্রী দ্বারা বিনামূল্য নরমাল ডেলিভারী নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া তারা করোনার লক্ষণ জনিত সমস্যা চিহ্নিত করে, লক্ষণ কারীকে এস সি (সাস্পেক্ট কেস) এর আওয়াতায় এনে টেলিমেডিসিন সেবার সহায়তা করছেন।পরবর্তীতে সনাক্ত ব্যক্তিকে বাড়িতে অবস্থান নিশ্চিত করে বিকাশের মাধ্যমে চিকিৎসা ও বাড়ি বসে জীবিকা নির্বাহের জন্য দেওয়া হচ্ছে আর্থিক সহযোগী।লক্ষন জনিত ব্যক্তির করোনার লক্ষণ বৃদ্ধি পেলে উক্ত প্রকল্পের কর্মরত এমটি ল্যাব দ্বারা বাড়ি বাড়ি বিনামূল্যে চলছে নমুনা সংগ্রহ।কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে নানা মুখি উদ্বোগ।কমিউনিটির সংশ্লিষ্ট হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মাক্স,সাবান বিতরণ করা হচ্ছে।বেশি হত দরিদ্র পরিবারের মাঝে দেওয়া হচ্ছে হাত ধোয়ার স্টেশন।
Leave a Reply