বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের পর্যটন নগরীর নামে পরিচিত পাতায়াতে বাংলাদেশীদের সংগঠন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া। সকল বাংলাদেশীকে সংঘবদ্ধ করে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আশার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়াকে সমানের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আজ ১৫ ই ফেব্রুয়ারী সকালে কমিউনিটির শীর্ষ নেত্রীবৃন্দ চোনবুরির প্রাদেশিক প্রশাসনিক গভর্নর ভিতাইয়া খুনপলোম ও সহকারী গভর্নর রিভাত ফোনলুকিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়ার সম্মানিত সভাপতি আব্দুল আলিম মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামিম এবং বিশিষ্ট ব্যবসায়ী লিটন সিকদার।চোনবুরির প্রাদেশিক প্রশাসনিক গভর্নর, থাই – বাংলাদেশী কমিউনিটির পাতায়ার সকল কর্মকান্ডে সব রকম সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেন বলে জানিয়েছেন সভাপতি আব্দুল আলিম মোল্লা।
Leave a Reply