শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে সাত জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)দুপুরে কর অঞ্চল খুলনা‘র অধীনস্থ সার্কেল-১৪, বাগেরহাটের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।উপ কর কমিশনার নীলাক্ষি রতন মন্ডলের সভাপতিত্বে দাসপাড়া মোড়স্থ সার্কেল-১৪ এর কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সার্কেল-১৪ এর পরিদর্শক জিল্লুর রহমান, সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ সম্মাননা প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
এসময় ৫৯ লক্ষ ৭৬ হাজার ৫‘শ ৭৩ টাকা কর প্রদানের জন্য সর্বোচ্চ করদাতা হিসেবে শেখ আছলাম আলীকে, ৩৭ লক্ষ ৬২ হাজার ৩‘শ ৬৪ টাকা কর প্রদানের জন্য ২য় সর্বোচ্চ করদাতা হিসেবে তপন কুমার গোলদারকে সম্মননা প্রদান করা হয়।২১ লক্ষ ৩১ হাজার ৫‘শ ৯৯ টাকা কর প্রদানের জন্য নারী সেরা করদাতা হিসেবে পপি বেগমকে সম্মাননা প্রদান করা হয়।এছাড়া ব্যবসায়ী আল মামুন মোল্লাকে তরুণ করদাতা এবং দীর্ঘ সময় ধরে কর দেওয়ার জন্য প্রফুল্ল কুমার পাল ও অসিত কুমার সাহাকে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বিভাগ।
Leave a Reply