রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে ফাতেমা এন্টার প্রাইজ নামে একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে ফার্মের ঘরসহ সহস্রাধিক মুরগীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ্ইউনিয়নের পিসি ডেমা গ্রামে এ ঘটনা ঘটে।প্রতিষ্ঠানের মালিক সরদার আব্দুল্লাহ ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামের মৃত.সরদার আকবর আলীর ছেলে।সরদার আব্দুল্লাহ রুবেল জানান,মঙ্গলবার গভীর রাতে ফার্মে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পাই।এসময় আমি ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে।পরে সকলের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই।কিন্তু শেষ রক্ষা হয়নি।আমার মুরগীর ঘরসহ সহস্রাধিক মুরগী আগুনে পুড়ে মারা যায়।তার ধারনা রাতে শর্ট সার্কিটে আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে।তিনি আরও জানান,আমাদের পরিবারটা অনেক বড়।১০ ভাই-বোন ও মা’কে সাথে নিয়ে খেয়ে-না খেয়ে কোন মত জীবন চলে যাচ্ছিল।এরই মধ্যে গত ২০১৮ সালে ধার দেনা ও লোন করে আমি এ ফার্মটি করি।সেই দেনা কাটিয়ে উঠার আগেই আমার সব শেষ হয়ে গেছে।আমি নিঃশ্ব হয়ে গেলাম।এখন এই ধার দেনা আমি কি ভাবে শোধ করবো।এক হাজার মুরগী বড় করতে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে।তিন লক্ষ টাকা খরচ করে যে মুগীর ঘরটি তৈরী করেছি তা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন এ নিয়ে তিনিসহ তার পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।স্থানীয় ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মনি মল্লিক বলেন,আমি মুরগী ঘরে আগুন লাগার বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।শর্ট সার্কিটে আগুন লেগে ঘরসহ এক হাজার মুরগী আগুনে পুড়ে গেছে।এ ধরনের অনাকাঙ্খিত ঘটনায় দরিদ্র পরিবারটি নিঃশ্ব হয়ে পথে বসে গেছে।
Leave a Reply