শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান উৎসবের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। এদিন অর্থাৎ বুধবার টিকা গ্রহনকারীর ভীড়ে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্বাস্থ্য বিভাগকে। এদিন মোট ৫১৬জন কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন। এ পর্যন্ত মোট ৪দিনে ফকিরহাটে ৭২৫জন টিকা গ্রহন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। টিকাদান উৎসবের চতুর্থ দিনে যারা টিকা নিয়েছেন তারা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আবুল হোসেন, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Leave a Reply