শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোংলায় ৪‘শত ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংভাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোন,মোংলার সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেন।আটককৃতরা হলেন,খুলনা জেলার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে সাফিন হাওলাদার(২৮) একই গ্রামের শহিদুল শেখের ছেলে মোঃ শামিম শেখ(২৫)।আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক বলেন,দিগরাজ এলাকায় একটি মাদক ব্যবসায়ী চক্র ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এসময় তাদের তল্যাসী করে ৪‘শ ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
Leave a Reply