বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে করোনাকালীন সময়ে ঝড়েপড়া সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের রাজনৈতিক ফেলো আওয়ামী লীগ নেতা সাদিয়া আফরোজ এবং ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দীপের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,বাগেরহাটের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,বাগেরহাট জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড.লুনা সিদ্দিকী,বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর,বাগেরহাট জেলা ছাত্র লীগের সহ-সভাপতি কাজী মঞ্জুর হাসান উল্কা, বাগেরহাট জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালহা মাহি,এসএম ফয়সাল মোর্শেদ, সাংবাদিক আলী আকবর টুটুল,মোল্লা আব্দুর রব,এস.এম রাজ,এস.এস শোহান, সোহাগ হাওলাদার প্রমুখ।
বক্তারা,সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনিটরিং সেল গঠন এবং শিক্ষক-শিক্ষিকাদের জোর তৎপরতা নিশ্চিত করার দাবি জানান।স্কুল ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় অভিভাবকদের সমন্বয়ে আলাদা মনিটরিং সেল গঠন করে সার্বক্ষনিক তদারকির কথা বলেন।শিক্ষা ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত সকল সুবিধা নিশ্চিত করার আহবান জানান।
Leave a Reply