রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

চীনের ভ্যাকসিনে অনাস্থা ৭০ ভাগ হংকংবাসীর

চীনের ভ্যাকসিনে অনাস্থা ৭০ ভাগ হংকংবাসীর

সমীক্ষায় অংশ নেওয়া ৫৬ ভাগ মানুষ জানিয়েছেন, ভ্যাকসিন নিলে জার্মানির বায়োনটেক ভ্যাকসিনই নিতে চান তারা

হংকং সরকার এক সময় খুব তাড়াতাড়িই পেতে চেয়েছিল চীনের সিনোভ্যাক ভ্যাকসিন৷ এখন চায় কিছুটা দেরিতে৷ এদিকে এক সমীক্ষা বলছে, হংকংয়ের অধিকাংশ মানুষের সিনোভ্যাকে কোনো আস্থা নেই৷

হংকংয়ের এক হাজার মানুষের কাছে কোভিড-১৯-এর কোন ভ্যাকসিনে বেশি আস্থা জানতে চেয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়৷ জবাবে মাত্র দশমিক ২৯% মানুষ বলেছেন চীনের সিনোভ্যাকের কথা৷ হংকংবাসীর মাঝে যে জার্মানি ও যুক্তরাজ্যের ভ্যাকসিনের প্রতি আকর্ষণ বা আস্থা প্রবল তা খুবই স্পষ্ট৷ এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে জার্মান বার্তাসংস্থা ডয়চে ভেলে।

সমীক্ষায় অংশ নেওয়া ৫৬% মানুষ বলেছেন ভ্যাকসিন নিলে জার্মানির বায়োনটেক ভ্যাকসিনই নিতে চান আর ৩৫% জানিয়েছেন তারা চান অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা পিএলসি’র তৈরি ভ্যাকসিন৷

অবশ্য হংকংয়ের বেশিরভাগ মানুষ ভ্যাকসিনই চান না৷ মাত্র ৪৬% মানুষ মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া জরুরি৷

ভ্যাকসিন আসার পর ৭৫ লাখ সিনোভ্যাক ভ্যাকসিনের অর্ডার দিয়েছিল সরকার৷ এই জানুয়ারিতেই তা চীন থেকে চলে আসার কথা৷ এখনো না আসার মূল কারণ হংকংয়ের সতর্কতা অবলম্বন৷ এখন সিনোভ্যাকের কার্যকারিতা সম্পর্কে আরো নিশ্চিন্ত হয়ে তা আনতে চায় সরকার৷

এপর্যন্ত দুই কোটি ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে হংকং সরকার৷ সিনোভ্যাক, ফোসুন ফার্মা-বায়োনটেক ও অ্যাস্ট্রাজেনেকা মিলিয়েই ২ কোটি ২৫ লাখ৷

এরমধ্যে ফেব্রুয়ারির শুরুর দিকে ফোসুন-বায়োনটেকের টিকা পৌঁছে যাওয়ার কথা৷ জার্মানির বায়োনটেকের ব্যবসায়িক অংশীদার ফোসুন ফার্মা৷

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers