মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
লিখেছেন, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের ফকিরহাটে আকষিক অগ্নিকান্ডে মেসার্স শাহাজাহান বীজ ভান্ডার নামক একটি কীটনাশক সার ও বীজের খুচরা দোকান এবং গোডাউন পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। বুধবার সকালে শুভদিয়া ইউনিয়নের উত্তরপাড়া ঠারোনতলা তেমাথা মোড়ে এদুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন। জানা গেছে, উক্ত দিন সকালে বিদুতের সর্টসাকিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুত্বের মধ্যে আগুন সমগ্র দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে তার মধ্যে থাকা বীজ সার কীটনাশক ও অন্যান্য মালামাল পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়। এতে দোকান ও গোডাউন মালিক মোঃ আল মামুন শেখ এর প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর সহ বিভিন্ন ব্যাক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন।
Leave a Reply