মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার চাপায় শফিয়া বেগম (৩০) নামের একজন হতদরিদ্র চা দোকানী গুরুত্বর আহত হয়ে খুমেকে মুত্যুর সাথে পঞ্জা লড়ছেন। রবিবার রাত সাড়ে ৮টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারে এদুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক প্রাইভেটকারটি আটক করেছেন। পুলিশ ও প্রত্যাক্ষদশর্ীরা জানান, টাউন নওয়াপাড়া বাজারের হতদরিদ্র মিঠুর স্ত্রী শফিয়া বেগম তার চা দোকানে বেচাকেনা করছিল। এসময় তিনি রাস্তার পার হয়ে দোকানের সামনে সাইড সোল্ডারে দাড়িয়ে এক ভ্যান চালকের সাথে কথা বলছিলেন। এমন সময় পিরোজপুর হতে খুলনাগামী একটি প্রাইভটকার (ঢাকা মেট্টো-গ-১১-৫৮৩০) তাঁকে সাইড সোল্ডারে দাড়িয়ে থাকা একটি ভ্যান সহ তাকে চাপা দিয়ে নিচেই ফেলে দেয়। এসময় স্থানীয় লোকজন এসে গাড়ীটি উচু করে শাফিয়া বেগম-কে উদ্ধার্র করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হতদরিদ্র চা দোকানীর ছোট ছোট ৪টি সন্তান রয়েছে। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয় যেতে পারে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ প্রাইভেটকারটি আটক করেছেন।
Leave a Reply