বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কলমের দোকান নামক এলাকায় প্রতিপক্ষের হামলায় শারমিন আক্তার (৪৩) নামের এক নারী আহত হয়েছেন। ঘটনাটি শনিবার সকাল আনুমানিক ১০টায় দিকে এঘটনা ঘটেছে। আহত শারমিন আক্তার হলেন কলমের দোকান এলাকার বাসিন্দা ও রাংদিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন এর স্ত্রী। ভুক্তভোগী পরিবার জানান, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে এদিন সকালে প্রতিপক্ষরা আকস্মিক হামলা চালালে আহতের পরিবার ৯৯৯ নাম্বারে কল করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় উক্ত এলাকার মৃত শেখ ইনতাজ আলীর পুত্র আলমগীর হোসেন নিজ বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply