বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট ডায়েবিটি সমিতির ২০২০ সালে ত্রি বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন জেলখানাস্থ ডায়েবিটিক সমিতির নিজস্ব ভবনের জন্য নির্ধারিত স্থানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড. মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।সভায় অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন,এ্যাড: মাহফুজুর রহমান লাহু, এ্যাড: আব্দুল হাই প্রমুখ।মতবিনিময় সভা শেষে বাগেরহাট ডায়েবেটিক সমিতির ২০২১-২৩ ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝন্টুসহ অন্যান্যদের কাছে সমিতির দায়িত্ব বুঝে দেন পূবের্র কমিটির কর্মকর্তারা।
এসময়,ডায়েবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ কমিটির অণ্যন্যে সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply