মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
সারাদেশের সাথে একযোগে বাগেরহাটেও ভূমিহীনদের জন্য নির্মিত ৩শ ৩৮টি ঘর উদ্বোদ্ধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই ঘরের উদ্বোধন করেন।পরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এই উপজেলার ৫২ জন ভূমিহীনের হাতে ঘরের চাবি,জমির দলিল ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।এসময়, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান,বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,সাধারণ সম্পাদক এমএ মতিন, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক,বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর,কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম,গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমশের আলী,রাখালগাছী ইউপি চেয়ারম্যান আবু শামীম আছনু,খানপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।“আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” এই স্লোগান নিয়ে আশ্র্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৪‘শ ৩৩টি ঘর নির্মান করা হচ্ছে।এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৫২,কচুয়ায় ৩০,চিতলমারী ১৭,মোল্লাহাটে ৩৫,ফকিরহাটে ৩০,রামপালে ১০,মোংলায় ৫০,মোরেলগঞ্জে ৬ এবং শরণখোলা উপজেলায় ১‘শ৯৭টি ঘর নির্মান করা হচ্ছে।এর মধ্যে ৩‘শ ৩৮ টি ঘর নির্মান সম্পন্ন হয়েছে।অবশিষ্ট ঘর গুলো খুব অল্প সময়ের মধ্যে নির্মান শেষ হবে।
Leave a Reply