মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে গরীব, অসহায়, প্রান্তিক জনপদ, দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল খানপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও আওয়ামী নেতৃবৃন্দের উপ্সথিতিতে এ শীতবস্ত্র বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, প্রচন্ড শীতে ইউনিয়নের গরীব, অসহায় ও দুঃস্থ্ মানুষের কষ্ট লাঘবের জন্য এমপি শেখ তন্ময়ের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় দুই শতাধিক দুঃস্থ পরিবারের পরিজনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply