বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত দিগরাজ বাজার ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ও ০১ টি মোবাইলসহ মাহাদী আমিন(৩৪) নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।জানা যায় আটককৃত ব্যক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে।তার নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে।আটককৃত ব্যক্তি বাগেরহাটে মোংলা উপজেলার দিগরাজ গ্রামের মোঃ ইব্রাহীমের ছেলে।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এম মাজহারুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ী কে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন,অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply