মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক :
বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি বাজার সন্নিকটে খুলনা-মংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালক সহ দুই জন আহত হয়েছে।গতকাল বুধবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার সময় মহাসড়কের চালতাতলায় এ দুর্ঘটনায় ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, মংলা থেকে ছেড়ে আসা একটি এলপি গ্যাসের গাড়ির পিছন পিছন একটি সিমেন্ট বোঝাই ট্রাক ( ঝিনাইদাহ ট ১১-১৩৮৩) আসছিল। ঘটনাস্থলে এলপি গ্যাসের গাড়ী থামলে প্রচন্ড কুয়াশার কারণে পিছনের সিমেন্ট বোঝাই ট্রাক সামনের গাড়ির সাথে ধাক্কা লাগায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে। এ সময় সামনের এলপি গ্যাসের গাড়ি পালিয়ে যায় এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ির চাপায় আটকা পড়ে। সকালে পথচারীরা এ অবস্থা দেখে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার করে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন পিপিএম জানান৷ আহত ড্রাইভার আরিফুল ইসলাম (৫২)ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু থানার শাখারীদাহ গ্রামের আঞ্জের আলীর ছেলে এবং হেলপার লিমন (১৮) এর বাড়ি ফরিদপুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুইজনই সুস্থ্য আছেন বলে তিনি জানান।
Leave a Reply