শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদ নিবার্চনে সংরক্ষিত-০২ আসনে নির্বাচনী প্রচারনা চলছে জোরে সোরে। পুরুষ প্রার্থীদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার প্রচারনা। কোন কোন প্রার্থী দোয়া ও আর্শিবাদ চেয়ে ওর্য়াডে ওর্য়াডে অগ্রিম প্রচারনায় নিজেদের ব্যাস্ত রেখেছেন। পিলজংগ ইউনিয়নের সংরক্ষিত-০২ আসনে (৪,৫ ও ৬) এবার ৩জন মহিলা প্রার্থীর নাম শুনা যাচ্ছে। এরা হলেন, ৬নং ওয়ার্ডের পিলজংগ সরদারপাড়া গ্রামের বাসিন্দা বর্তমান মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি। তিনি ২০১৬সালে ইউনিয়ন পরিষদ নিবার্চনে বিপুল ভোটে সংরক্ষিত-০২ আসনে মহিলা সদস্যা নিবার্চিত হন। একই আসনে অপর প্রাথর্ী সাবেক মহিলা মেম্বর ও ৪নং ওর্য়াডের বাসিন্দা শামীমা ইয়াসমীন পলি। তিনি বিগত ২০১০সালে বিপুল ভোটের মাধ্যমে সংরক্ষিত-০২ (৪,৫ ও ৬) আসনের মহিলা প্রাথর্ী নিবার্চিত হন। এছাড়াও ৪নং ওয়ার্ডের ভেড়বাড়ি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কানিজ ফাতেমা একই ওয়ার্ডে প্রার্থীরা হচ্ছেন। নারীর ক্ষমতায়ন ও অসহায় গরিব এবং দরিদ্র জনগনের কল্যানে তাঁরা স্বঃ স্বঃ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে অভিমত ব্যাক্ত করেছেন।
Leave a Reply