বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটা কনকপুর প্রিমিয়ার লিগের ফাইনালে আকিজ বেকার্স একাদশ চ্যাম্পিয়ন। আজ শনিবার দুপুর তিনটায় ভট্র বালিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকালে ফাইনাল খেলায় মুখোমুখি হয় লকপুর টাইগার্স বনাম আকিজ বেকার্স একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আকিজ বেকার্স একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১২৩রান সংগ্রহ করে ১২৪ রানের রানের টার্গেটে ব্যাট করতে নেমে লকপুর টাইগার্স ৮৪রানে সব কয়টি উইকেট হারিয়ে ৩৯ রানে পরাজিত হয়। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংবাদিক আনিছুর রহমান,চুলকাঠি টোয়েন্টিফোর চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক সোবহান হোসাইন (আসাদ)। আকিজ বেকার্স লিমিটেড এর এরিয়া ম্যানেজার বাগেরহাট জেলা মাহমুদুর রহমান, হেদায়েত মোল্লা, বাগেরহাট সদর উপজেলা ম্যানেজার,রামপাল এরিয়া কর্মকর্তা ইয়াসিন আরাফাত। পুরো খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ধারাভাষ্য ছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার মোঃ বনি আমিন খাঁন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ আলামিন, আকিজ বেকার্স এর ডিলার তারেক ফারাজী, জি কে ট্রান্সপোর্ট মোঃ শরিফুল ইসলাম, মাসুম সহ শত শত ক্রিকেটপ্রেমী দর্শক। এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ খেলোয়াড়কে চুলকাঠি টোয়েন্টিফোর চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।নিউজ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রকাশক সোবহান হোসাইন,সম্পাদক আল-ফাহাদ গাজী।
Leave a Reply