শনিবার, ১০ জুন ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মোংলা কাস্টগার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজা জব্দ চুলকাটিতে এবার উপজেলা আ,লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ চুরি বাগেরহাটে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ শিক্ষার নামের সরকারী প্রকল্পের টাকা হরিলুট, বঞ্চিত পথ শিশুরা মোংলায় ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টিতেও মিলছেনা স্বস্তি বন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি লিটন গ্রেফতার বাগেরহাটের বাজেটকে স্বাগত জানিয়ে  আনন্দ মিছিল পালন “মে মাসে সড়কে দুর্ঘটনা বেড়েছে ৪৯%” ৫৫০০ দুর্ঘটনায় আহত ৬৫৩৬ ঝরেছে ৬৩১ প্রাণ  –  সেভ দ্য রোড মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন 
সমবায়ের মাধ্যমে দেশকে আত্বনির্ভরশীল করে গড়ে তুলতে হবে বাগেরহাট সমবায় ব্যাংকের বাৎসরিক সাধারন সভায় : শাহীন

সমবায়ের মাধ্যমে দেশকে আত্বনির্ভরশীল করে গড়ে তুলতে হবে বাগেরহাট সমবায় ব্যাংকের বাৎসরিক সাধারন সভায় : শাহীন

বাগেরহাট অফিস
সমবায়ের মাধ্যমে দেশকে আত্বনির্ভরশীল করে একটি মর্যদাপুর্ন রাষ্টে পরিনত করতে হবে।একমাত্র সমবায় এর মাধ্যমেই দেশকে উন্নয়নশীল গড়ে তোলা সম্বব সেকারনে সমবায় এর মাধ্যমে গ্র্রামীন জনপথ এর ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পকে লোন দিয়ে এসব প্রতিষ্ঠানকে বাচিয়ে রাখতে হবে।এরাই বাংলাদেশকে উন্নত রাষ্টে পরিনত করতে এগিয়ে আসবে।বঙ্গবন্দুর দর্শন,সমবায়ের উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে এগিয়ে নিতে গতকাল সকালে বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লি: এর সরুই নিজস্ব কার্যালয়ে ২০১৯ এর বাৎসরিক সাধারন সভায় বক্তারা একথা বলেন।বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক এর পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম হাওলাদার এর সভাপতিত্বে সভার শুরুতে ২০১৯ এর বাৎসরিক অডিট রিপোট পেশ করেন,বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার মো: সাহানুর রহমান শাহীন ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,সদর উপজেলা সমবায় অফিসার দেব্রত মিত্র।বিশেষ অতিথি হিসাবে উপস্থিস ছিলেন,জেলা সমবায় ব্যাংকের কর্মকর্তা মিসেস কামরুন্নাহার,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,ষাটগুম্বজ মসজিদ এর খতিব মাও: মো: হেলালুজ্জামান,এন জিও মেগলার পরিচালক মিসেস নাজনিন আক্তার জামিলা,বেগ মুজিবর রহমান।এছাড়াও অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,চন্দনা রানী সাহা,মো: সাইফুল ইসলাম (সালাম),বাবু অখিল মজুমদার(সুমন),মো: কামরুল ইসলাম,চুমকী বাগচী,হাসি মিত্র প্রমুখ।সভায় বক্তারা বাংলাদেশ ব্যাংক এর ৪২তম সাধারন সভার সিন্ধান্ত অনুযায়ী তফশীলি ব্যাংক ঘোষনা ও বিষয় ,২০২০Ñ২১ এর প্রকল্পিত বাজেট,চাকুরীজীবীদের লোন বিতরন বিষয়ক,প্রকল্প রিন ও দীর্ঘ মেয়াদী লোন বিষয়,খুলনার কাছে লভ্যাংশ শেয়ার এর টাকার হিসাব,সেল কেস নিস্পত্তি,২০১৮-১৯ এর অর্থ বছরের নিরিক্ষা প্রতিবেদন অনুমোদনসহ বিগত বার্ষিক সাধারন সভার কার্য বিবরনী নিয়ে আলোচনা ও অনুমোদন সর্বসম্মত্তিক্রমে গৃহিত হয়।সভাশেষে অতিথিবৃন্দ নিয়মিত গ্রাহকদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers