বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
জিএম মিজানুর রহমান, (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমম্বয়ে যে কোন জনপদের উন্নয়ন করা সম্ভব । একজন জনপ্রতিনিধির সাথে প্রশাসনিক কর্মকর্তাদের সুসম্পর্ক থাকে । আবার জনপ্রতিনিধির সাথে জনগণের সম্পর্ক থাকে। তাই জনগনের চাহিদা, অভাব , প্রত্যাশা , সুবিধা-অসুবিধা একজন সফল ও স্বচ্ছ জনপ্রতিনিধির মাধ্যমে ফুটে ওঠে এবং এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর চাহিদা পূরণে কাজ করতে পারেন। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের দৃষ্টান্ত টেনে তিনি ফকিরহাটের উন্নয়নের কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা , কৃষি সহ ফকিরহাটের সকল কর্মকান্ডে টেকসই উন্নয়নের চিত্র ফুটে উঠেছে। স্বচ্ছ ও সফল জনপ্রতিনিধির মাধ্যমে উন্নয়নের জন্য পৃষ্ঠপোষক, দাতা ও বিত্তশালীদের উন্নয়ন কর্মকান্ডে আগ্রহী করে তুলতে পারলে যে কোন জনপদের উন্নয়ন সম্ভব হবে। তাছাড়া বাগেরহাট ০১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আন্তরিকতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সার্বিক প্রচেষ্টায় বেতাগা তথা ফকিরহাট আজ দেশের বিভিন্ন কর্মকান্ডের মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের আর্থিক অনুদানে নির্মিত শেখ হেলাল উদ্দীন কলেজের প্রশাসনিক ভবনের ৩য় তলার উদ্বোধন ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের চেয়রাম্যান বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন এ কথা বলেন। গতকাল সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠিতা সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ বটু গোপাল দাস, লকপুর গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও লকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইউনুস আলী, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য মোঃ ফার“কুল ইসলাম, স ম আব্দুর রব, সৈয়দ মহম্মদ আলী, শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সিদ্দিক আলী, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি স্বপন দাশ সামাজিক মূলধন ( সোস্যাল ক্যাপিটাল) এর মাধ্যমে পৃষ্ঠপোষকদের আস্থা ও আগ্রহ সৃষ্টি এবং জনগনকে সম্পৃক্ত করে এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন।
Leave a Reply