শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
বাগেরহাট অফিস
গত রবিবার বিকেলে শহরের সোনাতলা এলাকা থেকে যাত্রী কতৃক সুকৌশলে এক হতদরীদ্রের ইজি বাইকটি নিয়ে উদাও হয়ে যায়।এব্যাপারে ইজি বাইকের মালিক রাবেয়া বেগম বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।প্রাপ্ত অভিযোগে জানাগেছে,বাগেরহাট সদর উপজেলার কালিয়া (খেজুর মহল)গ্রামের ফারুক হাওলারের স্ত্রী রাবেয়া বেগম একটি ইজি বাইক কিনে ভাড়া দিয়েই সে সংসার চালায়। প্রতিদিনের ন্যায় চালক মাসুদ গতকাল সোমবার সকালে বাড়ী থেকে যাত্রী নিয়ে বাগেরহাট শহরে আসে,কিন্তু বিকেল ৩টার দিকে সোনাতলার মোড় থেকে মধ্য বয়সী একজন তার গাড়ীতে উঠে সুকৌশলে গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।ক্ষতিগ্রস্থ রাবেয়া বেগম এপ্রতিনিধিকে ক্রন্দনরত কন্ঠে বলেন,আমার এই গাড়ীটিই একমাত্র আয়ের উৎস। এই দিয়েই আমি সংসার চালাই ,এখন আমি কি করবো কিছুই ভেবে পারছিনা।তিনি গাড়ীটি উদ্বারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি,এবং তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply