বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বানিজ্যিক ভাবে ফলজ বাগান স্থাপনের লক্ষ্যে ও পুষ্টির চাহিদা পূরনে কৃষকদের উদ্বুদ্ধকরণে কৃষক উদ্যোক্তাদের জমিতে পেয়ারা গাছের চারা রোপন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় নলধা-মৌভোগ, লখপুর, শুভদিয়া ও বেতাগা ইউনিয়নের ৪জন কৃষকের ফলজ বাগানে পেয়ারার চারা রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। এসময় পৃথকভাবে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, বিপুল মজুমদার, বিপ্লব দাশ, অভিজিৎ গাইন, সুমন বাগচী, শরিফুল হক, সোলাইমান আলী, স্ব স্ব ফলজ বাগানের কৃষক কাজী শশী, ইমরান হোসেন, মনিরুজ্জামান শেখ, রফিকুল ইসলাম প্রমূখ।
Leave a Reply