বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার ৫০বছর পূর্তিতে সাবেক নির্বাচন কমিশনার সৈদয় গোলাম মাহবুব আলী স্মৃতি ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ রবিবার দুপুর ১টায় আট্টাকা কে, আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) নুরে আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাহিদুর রহমান মুক্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। খেলায় বিজয়ী হয়েছেন একটিভ ফ্রেন্ডস ফকিরহাট। রানার্স আপ হয়েছে আট্টাকা স্পোটিং ক্লাব। ম্যান অব দা ম্যাচ হয়েছে বিজয়ী দলের রানা ও ম্যান সিরিজ হয়েছে রানার্স আপ দলের ইমতিয়াজ। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলামের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply