আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১০টায় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে (বঙ্গবন্ধু ভবন) বেতাগা ইউনিয়নের সকল ওয়ার্ডের ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম,পুরোহিত, ভ্যান চালক,সুস্থ বিছানায় শয্যাশায়ী ও বিভিন্ন শ্রেণির পেশার ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ দাশ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দুলাল চন্দ্র দাশ ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply