মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অথার্য়নে পুরাতন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোমবার দুপুর ১২টায় পাবলিক লাইব্রেরীর ভিত্তিস্থাপন উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানবীর রহমান। ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, প্রভাষক শ্যামল কুমার সাহা, শিক্ষক প্রবীর কুমার ভক্ত, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্যা শাহারা খাতুন প্রমূখ। শেষে মাওলানা মোহম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য আলোকিত মানুষ গড়ার লক্ষে ইউনিয়ন পরিষদের নিজেস্ব অথার্য়নে এই পাবলিক লাইব্রেরী নিমার্ণ করা হচ্ছে। এটি নিমার্ন করা হলে এ অঞ্চলের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে এলাকাকে আরো আলোকিত জনপদ হিসাবে গড়ে তোলা সম্বাব হবে।
Leave a Reply