শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
ভর্তি চলিতেছ রৌফন রেডিয়ান্ট স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু। চুলকাটি বাজার, (রুটস বাংলাদেশ) বনিকপাড়া রোড, বাগেরহাট।
সংবাদ শিরোনাম :
নয়ন স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দপুর চ্যাম্পিয়ন আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন শেখ তন্ময় এমপি বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে মোংলায় মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন রামপালে স্থানীয় সরকার দিবস উদযাপন  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন পশুর চ্যানেলে তলা ফেটে দুর্ঘটনাকবলীত কার্গো জাহাজটি এখও ঝুকি মুক্ত নয়, চলছে কয়লা অপসারণ মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার মোংলা বন্দরের সিবিএ’র কর্মচারী সঘের সাবেক সাঃ সম্পাদক এস এম ফিরোজ সহ ৩ জনের সদস্য পদ বাতিল
বাগেরহাটে শীত ও কুয়াশায় পানের বরজে ছড়িয়ে পড়ছে রোগ,হতাশায় দিন কাটাচ্ছেন পান চাষিরা

বাগেরহাটে শীত ও কুয়াশায় পানের বরজে ছড়িয়ে পড়ছে রোগ,হতাশায় দিন কাটাচ্ছেন পান চাষিরা

মোল্লা আব্দুর রব
তীব্র শীত ও ঘনকুয়াশার কারনে বাগেরহাট জেলার পান বরাজ গুলোতে দেখা দিয়েছে নানা রোগ। গেল অক্টোবর মাসের ভারি বর্ষনের পর সৃষ্ট বন্যায় জেলার পান বরাজ প্লাবিত হয়েছিল।সে ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পান গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে পরা ও পাতাপচা রোগসহ ছত্রাকের আক্রমনে বিপাকে পরেছে জেলার পান চাষিরা।এ অবস্থায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জেলা কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ছাত্রাক নাশক ওষুধ প্রয়োগের কথা বলা হচ্ছে। তবে কৃষকরা বলছে ঘনকুয়াশার কারনে বরাজে ওষুধ ছিটিয়েও কোন সুফল পাচ্ছে না তারা।
বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা যায়,এ বছর বাগেরহাট জেলায় ১১শ ৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে।এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৩৫ হেক্টর,চিতলমারি উপজেলায় ৩৯ হেক্টর,ফকিরহাট উপজেলায় ৪৫০ হেক্টর,মোল্লাহাট উপজেলায় ১৪০ হেক্টর, মোরেলগঞ্জ উপজেলায় ২৫ হেক্টর, শরণখোলা উপজেলায় ১০ হেক্টর, কচুয়া উপজেলায় ৫ হেক্টর ও রামপাল উপজেলায় ১ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রামের মানিক পাল বলেন, “সমিতি দিয়ে টাকা ওঠায়ে ১৫ কাঠা জমিতে পানের বরাজ করিছি।কয়েক মাস আগে যে বৃষ্টি হইলো,তাতে আমার বরাজও ডুবে গেইলো।সে সমস্যা যাতি না যাতি কয়েকদিন ধইরে যে ঠান্ডা পরতিছে,তাতে পানের পাতা সব হলুদ হয়ে ঝইড়ে পরতিছে।এত কুয়াশার কারণে পান গাছের পাতায় কালা কালা দাগ পইরে হলুদ হয়ে যাচ্ছে।এখন আমি কি করবো,সমিতির কিস্তির টাহাই বা দেবো কিরাম করে”। একই গ্রামের আমিরুল ইসলাম মিন্টু বলেন,“প্রতি বছরই,শীতির সময় কমবেশি পান গাছে পাতা ঝইড়ে পড়ে।কিন্তু এবার শীত একটু বেশি পরতিছে,সাথে আবার কুয়াশা।আমার বরাজের পানও হলুদ হতি শুরু করিছে সাথে পোকের কারনে গাছের মাঝ থেকে ঢইলে পরতিছে।উপজেলা থেকে একজন কৃষি অফিসার আসিলো,বরাজ সে দেইখে গেছে।ওষুধ দিছে,তা ছিটাইয়ে দিছি,সাথে বরাজের উপরে নেট জাল দিয়ে দিছি,যাতে ভিতরে কুয়াশা না ঢুকতি পারে।এরপরও কাজ হচ্ছে না”। কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের মমতাজ বেগম বলেন,“আমার স্বামী নেই বাবা।৬ ছেলে-মেয়ে নিয়ে অতি কষ্টে আমার সংসার চলে।সমিতি দিয়ে টাকা উঠয়ে বরাজ করিছিলাম।গত কয়েকমাস আগে বৃষ্টিতে আমার বরাজ তলায়ইয়ে যায়।পরে পানি নাইমে গেলি,সার-ওষুধ দিয়ে বরাজ ঠিক করিলাম।কিন্তু কুয়াশায় তো পাতা সব হলুদ হতি শুরু করিছে।কি করবো বুঝতিছি না”। একই গ্রামের বিল্লাল শেখ বলেন, “ আমি ১২ কাঠা জমিতে পান বরাজ করিছি।এ বছর বর্ষায় আমার পান বরজের মধ্যে পানি উঠে গিয়ে বরজের ক্ষতি হইছিলো।এখন আবার শীত ও কুয়াশার কারনে গাছ থেকে পান ঝরে পড়ছে।ওষুধ তো দিচ্ছি, কিন্তু যে ঠান্ডা পরতিছে তাতে তো কোন কাজ হচ্ছে না”। বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার দাস বলেন,শীত মৌসুমে কুয়াশার কারনে পান পাতা হলুদ হয়ে ঝড়ে পড়াসহ ছাত্রাকের আক্রমন দেখা দেয়।শীতের তীব্রতা ও কুয়াশার পরিমার বৃদ্ধির সাথে সাথে এ সমস্যা গুলো বাড়তে থাকে।এসময় পান পাতায় ছত্রাকজনিত কালো দাগও দেখা যায়।তবে এ সমস্যা সমাধানে আমরা কৃষকদের বরাজের ভিতরে কুয়াশা যাতে না ঢুকতে পারে সে জন্য পলিথিন বা নেটজাল দিয়ে ছাউনি দেওয়ার পরাপর্শ দিচ্ছি।এছাড়া বরাজে ছত্রাকের আক্রমন রুখতে কৃষকদের নিয়োমিত ছত্রাকনাশক ঔষুধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

  1. © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers