শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুল।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম। সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য ডা: হাবিবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, মহিলা দলের সহ- সভাপতি শিরিনা আক্তারসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময সভায় বক্তারা বলেন, পৌর নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন।সুসংগঠিতভাবে দলের পক্ষে প্রার্থী বাছাই করে ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে এনে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতা দখলের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
Leave a Reply