রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠেয় মোংলাপোট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র ও সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির দলিয় কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম এ নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা ।পৌরসভার বিএনপির পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. জুলফিকার আলী। সাধারন কাউন্সিলর পদে সমর্থন পেয়েছেন ১নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান, ২নং ওয়ার্ডের মো. ইমান হোসেন, ৪নং ওয়ার্ডের মো. আব্দুর রাজ্জাক ফকির, ৫নং ওয়ার্ডের এমরান হোসেন, ৭নং ওয়ার্ডের মো. আলাউদ্দিন, ৮নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের এম এ কাদের।সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন এরা হলেন ১.২.৩ নং ওয়ার্ডে কমলা বেগম, ৪.৫.৬ নং ওয়ার্ডে লিলি বেগম, ৭.৮.৯ নং ওয়ার্ডে আয়শা বেগম।
Leave a Reply