শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমালয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বেতাগায় প্রধান অতিথি হিসেবে ধানের বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও নির্বাহী প্রকৌশলী (বিএডিসি) জামান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, ইউপি সদস মো: আসাদুজ্জামান তুহিন সহ অর্ধ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন। এদিন ৫শত একর জমির জন্য মোট তিন শত কেজি ধানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
Leave a Reply