রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
পি কে অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটে হালিম শেখ (৩০) নামের এক মাদক সেবনকারীকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকশ দল গোপন সংসাদের ভিত্তিতে উপজেলার কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ হালিম শেখকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রহিমা সুলতানা বুশরা তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত মাদকসেবনকারী ব্যক্তি কাঠালতলা এলাকার শেখ আ: সাত্তারের পুত্র। অভিযানকালে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: কামরুজ্জামান সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।
Leave a Reply