শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন সৈয়দপুরে ১৬ দলীয় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট খেলায় মীরা স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর টাইটানস রানার্স আপ হয়েছে। আজ শনিবার ৩টায় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম ফারাজী সাধারণ সম্পাদক রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগ,মনিরুল ইসলাম ফারাজী, এছাড়া আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু শক্তি নারায়ণ দাশ,আব্দুর রব ফকির, মোজাহিদ মোল্লা,সাইদুল ইসলাম, বিশ্বজিত ভদ্র, অনিমেষ দেবনাথ,ডাঃদিলীপ কুমার দেবনাথ। খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ দলের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক সৈয়দপুর তরুণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক সার্বিক তত্তাবধায়নে শনিবার বিকাল ৩টায় সময় ফাইনাল খেলার পুরস্কার বিতরনের মধ্যদিয়ে খেলা সমাপ্ত হয়েছে। আনন্দঘন এ খেলায় ম্যান অব দি টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হয়েছে খুলনা বিভাগীয় ফাইভ স্টার বলের সেরা খেলোয়াড় টুটুল মীরা স্মৃতি সংঘের খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে ১০০ রানের অকল্পনীয় একটি ইনিংস উপহার দেন। প্রতি টি ম্যাচ ৮ ওভারের খেলা হয়।অপর দলের মৌভোগ সুপার স্টার দলের মারমুখী খেলোয়াড় টগর ৬ আর ৪ মেরে ৩৯ বলে ১৪৩ রান সংগ্রহ করে ব্যাটসম্যানের খেলা দেখে দুজন খেলোয়াড়কে একটি করে ক্রিকেটব্যাট উপহার দেওয়ার ঘোষণা দেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টি কারী অনলাইন নিউজ পত্রিকা সময়ের সাহসী সংবাদ চুলকাঠি টোয়েন্টিফোর চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়া প্রতিষ্ঠাতা ও প্রকাশক সোবহান হোসাইন, সম্পাদক আল-ফাহাদ গাজী (ইন্জিনিয়ার)। উক্ত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া স্পন্সর হিসেবে নিউজ মিডিয়ায় কাজ করেছে চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়া । টুর্নামেন্টে ভাষ্যকারের দ্বায়ীত্ব পালন করে বনি আমিন খাঁন ও মোজাহিদ মোল্লা ইংলিশ ও বাংলা ভাষায় মুখোরিত করে তোলে সৈয়দপুরে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন। বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন কমিটি আমজাদ বিশ্বাস,তারেক ফারাজী,তুষার কুমার ঘোষ,সোবহান হোসাইন (চুলকাঠি২৪ নিজস্ব) ও দৈনিক জন্মভূমি)মজনু শেখ,তোহিদ মোল্লা, আজমল, মোড়ল,আলমগীর ফারাজী। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২১ ইং সৈয়দপুর প্রিমিয়ার লীগ (SPl) এর নিলাম অনুষ্ঠান এবং উদ্বোধনী খেলা ১৯,২২,২৩,২৪ শে ফেব্রুয়ারি ২০২১ ইং। রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু চুলকাঠি টোয়েন্টিফোর চুলকাঠি টিভি নিউজ মিডিয়া কর্মকর্তা ও আয়োজন কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানান।
Leave a Reply