বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন সৈয়দপুর বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ১৬ দলীয় সৈয়দপুর প্রিমিয়ার লীগ শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে।সৈয়দপু ইয়াং জেনেরেশন এর উদ্যোগে সৈয়দপুরস্কুল মাঠে ২ দিন ব্যাপী বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে।আজ দিনের প্রথমে কোয়ালিফাই ম্যাচে ৪ টি দল খেলা শেষ হয়েছে।দুটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। ৪তম ম্যাচে যে দুটি দল অংশ গ্রহণ করে সৈয়দপুর টাইটানস বনাম রাজু স্পোর্টিং কর্নার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫৫ রান করেন।জবাবে সৈয়দপুর টাইটানস ব্যাটে নেমে ১.৫ ওভারে জয়লাভ করে।সৈয়দপুর টাইটানস এর দলীয় অধিনায়ক তৌহিদ মোল্লা নেত্রীত্ব দেন।সুদুর সাতক্ষীরা থেকে আগত বাপ্পীর অনবদ্য ১১ বলে ৫৩ রানের অকল্পনীয় একটি ইনিংস খেলে দলকে জয়ী করে।ম্যাচের সেরা খেলোয়াড় বিবেচিত হন।খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরষ্কার তুলে দেন আয়োজক কমিটির অন্যতম সদস্য বৃন্দ আমজাদ হোসেন, তারেক ফারাজী,তুষার কুমার ঘোষ,আজমল মোড়ল,আলমগীর ফারাজী প্রমূখ। ভাষ্যকারে ছিলেন বনি আমিন খাঁঁন ও মোজাহিদ মোল্লা সুমধুর কন্ঠে বাংলা ও ইংলিশ ভাষায় সৈয়দপুর স্কুল মাঠ মুুুুুখরিত করে তোলেন।
Leave a Reply