শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটে মাধ্যমিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার।গ্রাম অঞ্চলে মাধ্যমিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি দারিদ্র নিপীড়িত এই অঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা সহজলভ্য করার জন্য তিনি নিজ খরচে এই ব্যতিক্রম উদ্যোগ গুলি বাস্তবায়ন করছেন । সরেজমিনে গিয়ে জানা গেছে সকল ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি, পরীক্ষার ফি মওকুফ, সম্পূর্ণ বিনা বেতনে অধ্যায়নের সুযোগ,বার্ষিক ক্রিয়া ফি মওকুফ,ঈদে মিলাদুন্নবী উদযাপন ফি মওকুফ, সরস্বতী পূজা উদযাপন, সকল শিক্ষার্থীদের বিনা খরচে শিক্ষা সফরের সুযোগ, দূরবর্তী ছাত্রীদের জন্য প্রতিবছর ২০টি বাইসাইকেল বিতরণ, প্রতিমাসে সকল শিক্ষার্থীদের প্রত্যেককে ২দিস্তা কাগজ দুইটি কলম বিনামূল্যে বিতরণ,বোর্ড পরীক্ষায় এ পাস প্রাপ্ত শিক্ষার্থীদের সভাপতি কর্তৃক বৃত্তি প্রদান,বোর্ড পরীক্ষার্থীদের কোচিং ফি মওকুফ,প্রতিমাসে শিক্ষার্থী মূল্যায়ন সভা ও অভিভাবক সমাবেশ,সকল জাতীয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সভাপতির খরচে অনুষ্ঠিত।এসকল ফিস মওকুফ হলেও বিদ্যালয়ের সভাপতি তার নিজের অর্থে এই খরচগুলো মেটাচ্ছেন।এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী জয়ন্ত সুমন মিম খাদিজা র“কাইয়া আলাপ করা হলে তারা বলেন সরকার দিচ্ছে বই আর সভাপতি দিচ্ছে সকল খরচ তাতে করে পিতা-মাতার শিক্ষার কোন খরচ বহন করা লাগছে না ফলে আমাদের মাধ্যমিক শিক্ষা গ্রহণে কোনো বাধা থাকছেনা।এ বিষয়ে বিদ্যালয়ের এক মোঃ কামাল তরফদার বলেন বিদ্যালয়ের সভাপতি যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে এই অঞ্চলের দারিদ্র নিপীড়িত শিক্ষার্থীরা অর্থের অভাবে আর মাধ্যমিক শিক্ষা থেকে ঝরে পড়বে না।এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য শেখ আক্তার“জ্জামান টুকু বলেন বিদ্যালয়ের সভাপতি শিল্পপতি লিটন শিকদার ২০১৮ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এ সকল খরচ বহন করছে ফলে অর্থের অভাবে আর কোনো শিক্ষার্থী ঝরে পড়ছে না। এ বিশিষ্ট শিক্ষাবিদ ও বীরমুক্তিযোদ্ধা ঋষিকেশ দাস সভাপতির এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন শিল্পপতি লিটন শিকদার এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের ফলে এই দারিদ্র নিপীড়িত অঞ্চলের দরিদ্র শিশুরা মাধ্যমিক শিক্ষা থেকে আর ঝরে পড়বে না ফলে এ অঞ্চলের শিক্ষার হার দ্র“ত বৃদ্ধি পাবে।এ বিষয়ে জানতে চাওয়া হলে হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার বলেন শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে দারিদ্র শিক্ষার্থীরা যাতে মাধ্যমিক স্তর থেকে ঝরে না পরে সেজন্য নিজ খরচে সকল চাহিদা মেটানোর ব্যবস্থা করেছি এবং শিক্ষার্থীদের নিকট থেকে সকল প্রকার টাকাপয়সা গ্রহণ করা বন্ধ করে দিয়েছি।
Leave a Reply