বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের সদর উপজেলার ১০নং ডেমা ইউনিয়নের কালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহী ৪ দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় বাশতলী ইউনিয়ন ডেমা ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে।আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো: মনি মল্লিক।বিশেষ অতিথি ছিলেন,ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মল্লিক মেহেদী হাসান তপু,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,আওয়ামীলীগনেতা মাও: আনিছুর রহমান,শেখ আরিফুল ইসলাম,শেখ জালাল উদ্দিন,শেখ আব্দুল খালেক,মো: রেজা মল্লিক,নকিব রবিউল ইসলাম,শেখ এখলাছুর রহমান,মো: শাহাজান শেখ,শেখ নাহিদ,নকিব ফয়সাল,খালিদ খান,পলাশ মন্ডল,শেখ যুবরাজ।খেলা পরিচালনা করেন শেখ আতিয়ার রহমান,শেখ লিটন,মো: ফারুকুজ্জামান,মো: রনি মোল্লা,শেখ জিল্লুর রহমান মো: আলম হোসেন প্রমুখ।উক্ত খেলায় ডেমা,বাশতলী,বাইনতলা ও ফাল্গুনী ক্লাবের শতশত দর্শক উপভোগ করেন।খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ী ও রানাস আর্পদের মাঝে পুরস্কার বিতরন করেন।
Leave a Reply