বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটেরে কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কচুয়া বাজারের জিরো পয়েন্টে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংষদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, সাবেক উপজেলা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান শেখ শাহিন প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই বঙ্গবন্ধুর অবমাননা আমরা মুক্তিযোদ্ধারা সহ্য করব না। যুদ্ধ ছেড়ে দিয়েছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু প্রশিক্ষন রয়েছে আমাদের। সোনার বাংলাদেশে আর একবার যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা হয়, তাহলে মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। মৌলবাদীদের উচ্ছেদ করতে বীর মুক্তিযোদ্ধারা আবারও ঝাপিয়ে পড়বে বলে হুশিয়ারি দেন তারা।
Leave a Reply