বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন
সোবহান হোসাইন, (প্রতিষ্ঠাতা ও প্রকাশক)
মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ খেলার শুভ উদ্বোধন শনিবার বিকাল ৪টায় খানপুরের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্ভোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর সার্বিক পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফকির ফহম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রী ঋষিকেশ দাশ, সমাজসেবক শিশির শিকদার, মোহাব্বত আলী চাকলাদার ,আক্তারুজ্জামান টুকু, আ,লীগ নেতা ননী গোপাল সাহা, রবিউল ইসলাম ফারাজী, শক্তি নারায়ন দাস, খাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর সবুর,চিন্ময় দেবনাথ সহ বিপুল সংখ্যাক ক্রীড়াপ্রমিক। উদ্বোধনী খেলায় ৪নং ওয়ার্ডের রণজিৎপুর ও ৮নং ওয়ার্ডের দক্ষিন খাঁনপুর এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মধ্যে ৮নং দক্ষিণ খানপুর জয়লাভ করে। এব্যাপারে খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, চুলকাঠি টোয়েন্টি ফোর টিভি ও নিউজ মিডিয়ার কর্মকর্তাকে জানান, খানপুর ইউপির সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ডাক্তার প্রয়ত ডাঃ দুলাল কৃষ্ণ শিকদারের বর্নাঢ্য কর্মময় জীবনের আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই টুর্নামেন্ট গুরুত্ব পূর্ন ভূমিকা রাখবে। এই টুর্নামেন্টের পরবর্তি খেলা ১৬ ডিসেম্বর ২ ও ৩ নং ওয়ার্ডের মধ্যে হাকিমপুর বিদ্যা নিকেতন স্কুল মাঠে পরবর্তী অনুষ্ঠিত হবে।
Leave a Reply